জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের প্রথম মেধা তালিকা আজ (বুধবার) প্রকাশিত হচ্ছে। মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ শুরু হবে আগামীকাল থেকে।
শিক্ষার্থীরা বিকেল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে এবং রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ফল দেখতে পারবেন। বুধবার বিকেল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এরজন্য nu <space> atmf <space> Roll No টাইপ করে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানা যায়।
ভর্তির সময়সূচি অনুযায়ী, ১৮ জুন থেকে ২৯ জুন পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবেন। মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৮৩৫ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত।
কলেজ কর্তৃপক্ষ ১ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ও ছবি যাচাই করে অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে। তবে কোনো শিক্ষার্থীর তথ্য বা ছবিতে গড়মিল বা অসঙ্গতি দেখা গেলে তাকে ভর্তি না করে বিষয়টি লিখিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর জানাতে হবে।