আয়ুষ্মান খুরানা ও তাহিরা ক্যাশ্যপ বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। দাম্পত্য জীবনের শুরুতে টাকার অভাবে ভীষণ কষ্ট করেছেন তারা। এমনও দিন গেছে, বাজার পর্যন্ত করতে পারেননি।
স্কুলে পড়াকালীনই একে অপরের ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছিলেন তাহিরা ও আয়ুষ্মান। ২০০৮ সালে তাঁরা বিয়ে করেন।আয়ুষ্মান-তাহিরা ক্যামিস্ট্রি টা ভক্তরা দারুণ পছন্দ করেন। তবে তাঁদের শুরুর সময়টা সহজ ছিল না।
দাম্পত্য জীবনের শুরুতে ভীষণ আর্থিক কষ্টে কেটেছে তাঁদের সময়। এমনও দিন পার করতে হয়েছে, যখন বাজার করার মতো টাকাও তাঁদের হাতে থাকত না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের শুরুর দিকের কঠিন সময়ের স্মৃতি তুলে ধরেছেন তাহিরা।
‘দ্য অফিশিয়াল পিপল অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তাহিরা জানিয়েছেন, বিয়ে–পরবর্তী সময় তাঁদের জন্য ছিল ভীষণ কঠিন। কারণ, আয়ুষ্মান তখন প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন না। আয়ুষ্মানের কাছে তখন তেমন আয় ছিল না। তাই তাহিরার রোজগারে চলত সংসার।
কিন্তু একটা সময় তাহিরাও বেকার হয়ে পড়েন, তখন তারা আর কঠিন বাস্তবতার সম্মুখীন হয়। কিন্তু একটা সময় পর তা–ও শেষ হয়ে যায়। এ কঠিন পরিস্থিতির মধ্যেও মা–বাবার কাছ থেকেও সাহায্য চাননি তাহিরা।
নিজেদের অবস্থার কথা বলতে গিয়ে তাহিরা বলেন, ‘এই ছেলেটার (আয়ুষ্মান) কোনো ধারণাই ছিল না যে ঘরে বাজার কীভাবে আসছিল। আমার ব্যাংকের সঞ্চয় আস্তে আস্তে শেষ হয়ে যায়। খুব খারাপ পরিস্থিতি দেখতে হয় আমাদের। কোনো দিন কারও কাছ থেকে টাকা চাইনি, এমনকি বাবা-মায়ের কাছ থেকেও না।’
আয়ুষ্মান-তাহিরা এমনও দিন পার করেছেন, যখন বাসায় আম আনার মতোও টাকা ছিল না। তাহিরা বলেন, “আমি একদিন বাসায় আম কিনে আনিনি। তখন আয়ুষ্মান আমাকে জিজ্ঞেস করে কেন “আমি আম কিনে আনিনি”। সেদিন আমার ভীষণ রাগ হয়, কাঁদতে শুরু করি আর বলি, “তুমি ভেবে দেখেছ, আমরা বাজারের জিনিসপত্র কীভাবে কিনছি? আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। সাত-আট মাস হয়ে গেছে।”
‘ভিকি ডোনার’ অভিনেতা আয়ুষ্মান তখন বুঝতে পারেন পরিস্থিতি কতটা সংকটের। তারপরই তিনি শুরু করেন তার ক্যারিয়ার জার্নি। আস্তে আস্তে দর্শকদের পছন্দের মানুষ হয়ে উঠেন। আর তাদের আর্থিক সংকট কাটতে থাকে।