নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার।
গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় সহায়তার ক্ষেত্রে তার ভূমিকার জন্য এ পরিকল্পনার কথা জানিয়েছে ইসলামাবাদ।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার বলেছে, “সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংকটের সময় গুরুত্বপূর্ণ নেতৃত্ব আর সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপের স্বীকৃতিস্বরুপ ট্রাম্পের এই পুরস্কার প্রাপ্য”।
গত মাসে ওই লড়াই অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে প্রত্যাখ্যান করেছিলো ভারত। দেশটি বলেছিলো, তারা তৃতীয় কোনো দেশের কূটনৈতিক হস্তক্ষেপ চায় না।
ডোনাল্ড ট্রাম্প প্রায়ই বলে থাকেন যে, তার নোবেল পাওয়া উচিত। চলতি বছরের অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
সূত্রঃ বিবিসি