নতুন বছরের প্রথম শুক্রবার আজ। বছরজুড়ে মুক্তির তালিকায় অনেক ছবি থাকলেও তানভীর হাসানের ছবি ‘মধ্যবিত্ত’ মুক্তির মাধ্যমেই নতুন বছরের ছবি মুক্তির যাত্রা শুরু হলো। আজ থেকে দেশের ১৩টি হলে চলবে এই ‘মধ্যবিত্ত’। চাহিদানুয়ায়ী আগামীতে হল সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছে মধ্যবিত্ত টিম।
স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, রাজশাহী গ্র্যান্ড রিভারভিউ, উত্তরার ম্যাজিক মুভি থিয়েটারের মতো মাল্টিপ্লেক্স ছাড়াও দিনাজপুরের মডার্ন সিনেমা, ময়মনসিংহের পূরবী সিনেমা, ফরিদপুরের বনলতা সিনেমাসহ দেশের বিভিন্ন একক হলেও দেখা যাবে ছবিটি।
মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জীবনের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন এলিনা শাম্মি, ওমর মালিক, শিশির সরদার, সমু চৌধুরীসহ অনেকে। ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা মাসুম আজিজ (প্রয়াত)। মারা যাওয়ার কিছুদিন আগে শুটিং শেষ করেন তিনি।
২০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল মধ্যবিত্ত। তবে কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে মুক্তি পিছিয়ে দেন পরিচালক তানভীর হাসান। নির্মাতা বলেন,‘ছবিটি গত ডিসেম্বরে মুক্তি দেওয়ার কথা ছিল। পরে দেখলাম ডিসেম্বরে অনেক ছবি মুক্তি পেয়েছে। এমনকি একেক সপ্তাহে দু-তিনটি করেও ছবি মুক্তি পেয়েছে। এত ভিড়ের মধ্যে ছবিটি মুক্তি দিতে চাইনি। পরে প্রযোজক সমিতিতে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম, ৩ জানুয়ারি অন্য ছবি মুক্তি পাচ্ছে না। তাই তারিখটি চূড়ান্ত করেছি। আশা করি ছবিটি দর্শকদের ভালো লাগবে।
সিনেমাটির গল্পের ধারণা দিয়ে তানভীর হাসান আরও বলেন, ‘এটি শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। সমাজের মধ্যবিত্ত শ্রেণির নানান সংকট, আবেগ, ভালোবাসা কেন্দ্র করে তৈরি হয়েছে মধ্যবিত্ত। মধ্যবিত্ত শ্রেণির প্রতিটি মানুষ সিনেমার গল্পের সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।’
সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ওমর মালিক। তিনি বলেন, মধ্যবিত্ত একটি গল্প নির্ভর ছবি। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আমি রয়েছি। আমার বিশ্বাস সিনেমাটি যারা দেখবেন তারা তৃপ্তি নিয়েই হল থেকে বের হবেন।