এবারের বাংলাদেশের প্রিমিয়ার ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগের (বিপিএল) আসর শুরুর আগে কেউই শিরোপার দাবিদার হিসেবে ভাবেনি দুর্দান্ত ঢাকাকে। তবে ভাবা হচ্ছিল বিপিএলে শক্ত প্রতিপক্ষ হিসেবেই আবির্ভূত হবে তাসকিন-শরীফুলকে নিয়ে গড়া দলটি। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হারিয়ে বিপিএল শুরু করার পর এরপর বাকি সব ম্যাচে হেরে বিপিএল ২০২৪ আসর শেষ করল দুর্দান্ত ঢাকা। হারতে হারতে ক্লান্ত ঢাকা হারল নিজেদের শেষ ম্যাচেও।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবারের (১৭ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে এবারের বিপিএলের শেষ ম্যাচে তারা হেরেছে ১০ রানের ব্যবধানে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ঢাকার ইনিংস থামলো ১৪৯ রানে। উদ্বোধনী ম্যাচে পাওয়া দুই পয়েন্ট নিয়ে বিপিএল থেকে সবার আগে বাড়ি ফিরল দুর্দান্ত ঢাকা।
এবারের বিপিএলে টানা ১১ ম্যাচ হারল ঢাকা বাহিনী। শেষ ম্যাচেও চট্টগ্রামের কাছে হেরেছে দুর্দান্ত ঢাকা। চরম হতাশার সমুদ্রে ডুবেই বন্দর নগরীতেই শেষ করল তাদের বিপিএল মিশন। ১৬০ রানের লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় ওভারে জোড়া উইকেট হারায় ঢাকা। অ্যাডাম রসিংটন ১ রান এবং সাব্বির মারেন গোল্ডেন ডাক। পাওয়ার প্লেতে ৬ ২৫ রান তোলে তাসকিনের দল। নাইম-রসের ব্যাটে উইকেট হারানোর ধাক্কা সামলে নিলেও ঢাকার রানের চাকায় গতি আসেনি।
শহিদুল ইসলামের বলে ৩৫ বলে বিদায় নেন ২৯ রান করা ওপেনার নাইম। শন উইলিয়ামস আজও ফিরেছেন দ্রুতই। ৯ রানে আউট হন জিম্বাবুয়ান ব্যাটার। ৩৮ বলে বিপিএলে নিজের চতুর্থ ফিফটি পূর্ণ করেন অ্যালেক্স রস। তাওহীদ হৃদয়কে টপকে চলতি বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হন অজি ব্যাটার। ১১ ম্যাচে ৩৫২ রান সংগ্রহ করেছেন রস। ফিফটি তুলে ব্যক্তিগত ৫৫ রানের ফিরে গেছেন তিনি। এরপর ব্যবধান কমান মোসাদ্দেক হোসেন ও ইরফান শুক্কুর। ১৮ বলে ২৯ রান করেন মোসাদ্দেক। ইরফান অপরাজিত থাকেন ১৪ রানে। ৫ উইকেট খুইয়ে ১৪৯ রানে থামে ঢাকার ইনিংস।
এর আগে ঘরের মাঠে তানজিদ হাসান তামিমের ৭০ এবং টম ব্রুসের ৪৮ রানের সুবাদে ১৫৯ রানের লড়াকু সংগ্রহ পায় চট্টগ্রাম। দুজনের ৯৫ রানের জুটিতে তলানির দল ঢাকার বিপক্ষে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। টম ব্রুস করেন ৩৫ বলে ৪৮ রান। ১৯তম ওভারে দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানে বিদায় নেন তানজিদ তামিম। একটি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান বাঁহাতি ওপেনার। তাসকিন ও শরীফুল দুটি করে উইকেট শিকার করেন।