বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী রোববার (২৯ ডিসেম্বর) রাজধানী ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। এদিন সকাল সাতটা ৫৮ মিনিটে ২৫৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১ নম্বরে আছে ঢাকা।
একই সময় ২৫০ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ২ নম্বরে অবস্থান করছে ভারতের দিল্লি। সেই সঙ্গে ২২৯ স্কোর নিয়ে ৩ নম্বরে চীনের সাংহাই ও একই স্কোর নিয়ে ৪ নম্বরে বসনিয়া-হার্জেগোভিনার সেরাজেভো।
একই সময় ২১৩ স্কোর নিয়ে ভারতের কলকাতা ৫ নম্বরে এবং ২০৮ স্কোর নিয়ে ৬ নম্বরে চীনের চেংড়ু দূষিত বায়ুর শহরের তালিকায় অবস্থান করছে। এদিক থেকে পাকিস্তানের করাচি আছে ৭ নম্বরে, স্কোর: ১৯১। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৭৯, পাকিস্তানের লাহোর ১৭৮ ও উত্তর মেসিডোনিয়ার স্কোপজে ১৭৩ স্কোর নিয়ে যথাক্রমে ৮, ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে।