বিপিএলে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল। এই দলের অন্যতম সদস্য ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। বিপিএলের ড্রাফটে তাইজুলকে দলে ভিড়িয়েছিল বরিশাল। যা নিয়ে একটি দল হাসাহাসি করেছিল বলে জানিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম।
এবারের বিপিএলে বরিশালের হয়ে ৮ ম্যাচে মাঠে নামেন তাইজুল। ১৬.৩৩ গড়ে ৯ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এছাড়াও পাওয়ার প্লেতে ব্রেক থ্রু এনে দিয়ে বেশ কার্যকরী ছিলেন তাইজুল।
চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে তামিম বলেন, ‘বলাটা হয়তো উচিত হবে না, তবে এটাই সঠিক সময় বলার। তাইজুলকে যখন ড্রাফট থেকে বাছাই করেছিলাম, তখন একটি দল হাসাহাসি করেছিল। তাতে আমার অনেক খারাপ লেগেছিল। কারণ একটি আন্তর্জাতিক ক্রিকেটারকে আমি দলে নেওয়ায়, আরেক পাশে একটি দল হাসাহাসি করছে।’
তাইজুলের পারফরম্যান্সে খুশি জানিয়ে তিনি আরও বলেন, ‘সে (তাইজুল) যেভাবে অবদান রেখেছে, তাতে আমি খুবই খুশি। এই পারফরম্যান্সের কারণে বিসিবিও তাকে পুরস্কৃত করেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডেকে।’