বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে দুইশ’ উইকেট ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
আগামীকাল শনিবার এমন সমীকরণে দাঁড়িয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবেন তাইজুল। এজন্য আর মাত্র ৫ উইকেট প্রয়োজন তাইজুলের।
২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর ৪৫ টেস্টের ৮০ ইনিংসে এখন পর্যন্ত ১৯৫ উইকেট শিকার করেছেন তাইজুল। টেস্ট ক্যারিয়ারে তাইজুলের বোলিং গড় ৩১ দশমিক ৩১।
তাইজুলের আগে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে টেস্টে দুইশ’ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। ৬৬ টেস্টে ১১১ ইনিংসে ৩১ দশমিক ০৬ গড়ে ২৩৩ উইকেট নিয়েছেন সাকিব।
৪২ ম্যাচের ৭৩ ইনিংসে ১৬৩ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ শিকারি স্পিনার মেহেদি হাসান মিরাজ।
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০৬ রানে ৩ উইকেট নিয়েছেন তাইজুল। পাশাপাশি ব্যাট হাতে ৫৩ রান করেছেন তিনি।