দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন তানজিম সাকিব। নিজের করা প্রথম ওভারে উইকেট নেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় ওভারে এসেও ব্রেক থ্রু দেন।
তার বোলিং তোপে ২৩ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। যার তিনটিই নেন তানজিম। নিজের চতুর্থ ওভারে উইকেট না পেলেও তানজিম টি-২০’র ক্যারিয়ার সেরা বোলিং করেছেন।
নিজের ৪ ওভারের কোটা শেষ করেছেন মাত্র ১৮ রান দিয়ে। ৮ ম্যাচের আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে তানজিম ৮ উইকেট নিয়েছেন।