গতকাল হল ভিজিটে গিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘যারা পাইরেসি করছেন, তাদের এক বিন্দুও ছাড় দেওয়া হবেনা ও যারা পাইরেসি করার চেষ্টা করছেন, তাদের পেইজ অচল করে দেওয়া হচ্ছে ও যারা পাইরেসির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।
কয়েক দিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তান্ডব সিনেমার পাইরেসি ঠেকাতে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, এরপরেও ঠেকানো গেল না পাইরেসি। মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসির কবলে পড়ল সিনেমাটি।
শুক্রবার রাত থেকে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে তাণ্ডব সিনেমা। এরপর ছড়িয়ে পড়েছে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে। পরে ইউটিউব থেকে সিনেমাটি সরিয়ে নিলেও এখনো তাণ্ডবের পাইরেটেড ভার্সন পাওয়া যাচ্ছে টেলিগ্রাম ও বিভিন্ন ওয়েবসাইটে।
পাইরেসির এ ঘটনা তাণ্ডবের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মত এই প্রযোজকের। শাকিল বলেন, ‘পৃথিবীতে যত বড় বড় সিনেমা হয়েছে, প্রায় সবই পাইরেসির শিকার হয়েছে। এর আগে আমাদের তুফানও পাইরেসির কবলে পড়েছিল।
তিনি আরো বলেন, ‘তান্ডব ছবির কালার গ্রেডিং, অভিনয় দক্ষতা, সাউন্ড সব মিলিয়ে এটা বড় স্ক্রিনে দেখার জন্যই উপযুক্ত। যারা হলে গিয়ে দেখবেন তারা ভালো বুঝতে পারবেন। হলে সিনেমা দেখার অভিজ্ঞতা অন্য কিছুর সঙ্গে মেলানো যাবে না।’