প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে আরো একবার ব্যাটারদের ব্যর্থতায় দলীয় দেড়শো রানও করতে পারেনি বাংলাদেশ দল। ১৪৯ রানে অলআউট হয়েছে টাইগাররা। এতে করে বাংলাদেশ ফলোঅনে পড়লেও ভারত তাদের ফলোঅন না করিয়ে পুনরায় ব্যাটিংয়ে নামে। ইতোমধ্যে দ্বিতীয় দিন শেষে ভারত ৩০৮ রানের লিড নিয়েছে।
চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে দুই দলের মিলিয়ে ১৭ উইকেটের পতন হয়েছে। এরপরও তামিম এই মাঠের উইকেটকে বাজে বলছেন না। কিছু কিছু ভালো ডেলিভারি হলেও বাংলাদেশের ব্যাটারদের শট সিলেকশনে ভুল দেখছেন এই টাইগার ওপেনার।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের শক্তিশালী বোলিংয়ের সামনে দুই সেশনও ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। তবে বেশিরভাগ উইকেটে ভারতীয় বোলারদের চেয়ে কৃতিত্ব বেশি বাংলাদেশি ব্যাটারদেরই। এই ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে আছেন তামিম ইকবাল। দ্বিতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ তিনি।
এ প্রসঙ্গে তামিম বলেছেন, ‘বাংলাদেশের ব্যাটিং হতাশাজনক, আমি নিশ্চিত। আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে উইকেটে তেমন বেশি কিছু একটা ছিল না, প্রথম দিনের তুলনায়। হতাশ তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম বাংলাদেশ অন্তত ভারতের কাছাকাছি করুক তাহলে খেলাটা একটু রোমাঞ্চকর হবে।’
তামিম আরও বলেন, ‘উইকেট কঠিন এটা বলবো না। কিন্তু কিছু দারুণ ডেলিভারি ছিল আবার কিছু বাজে শট সিলেকশন ছিল। সুতরাং এটা একটু মিক্সড ছিল। উইকেটে একেবারে সুবিধা যে পায়নি…. নতুন বলে অবশ্যই সুবিধা পেয়েছে। কিন্তু কিছু ডেলিভারি… আপনি জসপ্রিত বুমরাহকে খেলছেন, বিশ্বের সেরা। কিছু ডেলিভারি খুবই ভালো ছিল, সাথে আমরাও কিছু ভুল শট খেলেছি।’