১২ দলের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। টুর্নামেন্টে সবচেয়ে বড় তারকা তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারের অধিনায়কত্বে মাঠে নামবে ঐতিহ্যবাহী দল মোহামেডান। বিকেএসপির ৩ নম্বর মাঠে তাদের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব।
ঢাকা প্রিমিয়ার লিগের নতুন এই দলটির মালিকানায় আবার তামিম নিজেই। এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘অর্থনৈতিক দিক থেকে গুলশান ক্রিকেট ক্লাবকে সাপোর্ট দিতে চাই। ক্লাবটির অর্থায়নে ভূমিকা রাখতে যাচ্ছি।’ তামিম মোহামেডান অধিনায়ক আবার একই লিগে অংশ নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব, যে ক্লাবের অর্থায়নেও আছেন তিনি। অনেকেই এটাকে নেতিবাচকভাবে দেখছেন। কেউ কেউ তো প্রশ্ন তুলেছেনÑ এমনটা স্বার্থের সংঘাত কিনা? গতকাল এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মোহামেডান অধিনায়ককে। তামিম অবশ্য এটাকে স্বার্থের সংঘাত হিসেবে দেখছেন না।
তিনি বলেন, ‘আমি দলের (গুলশান) সঙ্গে আছি। দলটি আমার না কিন্তু, এটা আপনারা (সংবাদ মাধ্যম) করেছেন। আমি শুধু স্পন্সর এনে দিয়েছি। তাই স্বার্থের সংঘাতের (দ্বন্দ্ব) কোনো কারণই নেই।’ ব্যাপারটিকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানিয়ে তামিম বলেন, ‘এই বিষয়গুলো সবসময় নেতিবাচকভাবে চিন্তা না করে এভাবে চিন্তা করেন যে, এখন যদি আমাদের মতো স্পন্সররা একটা দলকে স্পন্সর না করে তা হলে ১৫-২০ জন ক্রিকেটার দল পাবে না। এভাবেও একটু চিন্তা করেন।’
তিনি আরও বলেন, ‘সবসময় নেগেটিভ বিষয় বের করার চেয়ে একটু পজিটিভ দিকটাও চিন্তা করেন। ধরেন আমি একটা দলকে যদি স্পন্সর না করতাম তা হলে আজকে ক্রিকেটারদের পারিশ্রমিক এমনিতেই অর্ধেক হয়ে গেছে। আমার কথা উদাহরণ দিচ্ছিÑ ‘ধরেন আমার সঙ্গে যারা আছেন তারা যদি এগিয়ে না আসতেন তা হলে খেলাটা হবে না। তাই সবসময় নেতিবাচক দিক না খুঁজে একটু ইতিবাচক দিকও দেখবেন।’
কিছুটা মজার ছলে তামিমের প্রশ্নÑ ‘আমি যদি ওদের বিপক্ষে দ্রুত আউট হয়ে যাই, তা হলে কি বলবেন ইচ্ছা করে আউট হয়েছি? একজন পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠে আমি এটিকে প্রতিপক্ষ হিসেবেই দেখি।’ এদিকে লিটন দাসের গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলার বিষয়টিও তামিম জানিয়েছেন।
দলবদলের সময় অনেক ক্লাবই তার সঙ্গে যোগাযোগ করেছিল। তবে মোটা অংকের পারিশ্রমিক চাওয়ায় শেষ পর্যন্ত কোনো দলে নাম লেখানো হয়নি এই উইকেটকিপার-ব্যাটসম্যানের। প্রিমিয়ার লিগ শুরুর একদিন আগে জানা গেল তার ঠিকানা হয়েছে গুলশানে। তামিম বলেন, ‘লিটন দাস দল পেয়েছে। সে গুলশানে খেলবে।’
মোস্তাফিজের মোহামেডানের খেলার গুঞ্জন থাকলেও তা উড়িয়ে দিয়ে তামিম বলেন, ‘মোস্তাফিজেরটা জানি না। খুবই দুর্ভাগ্যজনক। যদি এমন (দল না পাওয়া) হয়ে থাকে। কারণ তারা জাতীয় দলের পরীক্ষিত ক্রিকেটার। তাদের অবশ্যই প্রিমিয়ার লিগ খেলা উচিত। আশা করি মোস্তাফিজের জন্যও কোনো দল এগিয়ে আসবে।’
প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীও। মিরপুরে তাদের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক। এ ছাড়া বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স।
ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। এবারের আসরের ৮৪ ম্যাচের কিছু ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস; বাকি ম্যাচগুলো দেখা যাবে ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মে। এ ছাড়া থাকছে ‘আম্পায়ার্স কল রিভিউ’।
এবারের আসরে অংশ নেওয়া দলগুলো হলোÑ আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক, শাইনপুকুর, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, পারটেক্স স্পোর্টিং ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।