কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। উল্টো কর্মসূচিতে শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’-কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক সয়লাব হয়েছে লাল রঙের প্রোফাইল ফটোতে। যে কর্মসূচিত্রে অংশ নিয়েছেন দেশের তারকা নির্মাতা ও অভিনয়শিল্পীসহ শোবিজ অঙ্গনের বহু মানুষ।
মঙ্গলবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারকাদের প্রোফাইল ও পেইজ ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে ‘লাল রঙ’ বেছে নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী থেকে শুরু করে দেশের শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখ।
এরমধ্যে আছেন নির্মাতা কামার আহমাদ সাইমন, বিপাশা হায়াত, প্রযোজক সারা আফরীন, গীতিকার প্রিন্স মাহমুদ, নির্মাতা আকরাম খান, অমিতাভ রেজা, খিজির হায়াত খান, রেদওয়ান রনি, আশফাক নিপুন, মোহম্মদ মোস্তফা কামাল রাজ, জাকিয়া বারী মম, মোস্তফা মনোয়ার, তৌসিফ মাহবুব, চিত্রনায়ক নিরব, নায়িকা বিপাশা কবীর, সোহেল রানা, শাহনাজ সুমি, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
এদিকে গতকাল শিক্ষার্থীদের হয়রানি করা প্রসঙ্গে ফারুকী লেখেন, ‘এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে! রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে! এটা কি কোনো অধিকৃত ভূমি? নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো?’
আহমেদ মোস্তফা কামালের একটি লেখা ফেসবুকে শেয়ার করে প্রিন্স মাহমুদ জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার বক্তব্যও একই রকম। সেখানে লেখা, ‘বিস্ময়ের সঙ্গে লক্ষ করলাম, নিহত শিক্ষার্থীদের চরিত্র হননের জন্য যথারীতি তাদেরকে শিবির ট্যাগ দিচ্ছেন কিছু মানুষ। তাঁরা এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন এবং এই সব খুনকে জাস্টিফাই করছেন। অপরের মতপ্রকাশের ব্যাপারে আমি সহনশীল।
কিন্তু খুনকে যারা জাস্টিফাই করে, তাদের ব্যাপারে কীভাবে সহনশীল হওয়া যায়?..আপনাদের মতের সঙ্গে না মিললে যখন যাকে ট্যাগ দিতে ইচ্ছা করবে তাকেই রাজাকার বলবেন, তা তো হতে পারে না।…’