ব্যাংকের কর্মকর্তা–কর্মচারী, পরিচালক ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোন কারণে বন্ধ হয়েছে এই উদ্যোগ?
ব্যাংকের কর্মকর্তা–কর্মচারী, পরিচালক ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য এই হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতাল নির্মাণের জন্য ব্যাংকার্স ফাউন্ডেশনে ৬৮ কোটি টাকা জমা হলেও গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর সেই প্রক্রিয়া এগোয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যাংকারদের জন্য হাসপাতাল তৈরির বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীরা অর্থায়নে সম্মতিও দিয়েছিলেন। এ জন্য গঠন করা হয় ব্যাংকার্স ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান।
তবে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটা একরকম জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। আবার ব্যাংক উদ্যোক্তারা এটার বিরোধিতা করেছিলেন। মনে হয় না, এই হাসপাতাল হবে। যারা টাকা জমা দিয়েছে, তাদের টাকা ফেরত দেওয়া উচিত। ব্যাংকারদের হাসপাতাল ধারণাটি বাস্তবসম্মত নয়।”