সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় অভিনেতা-গায়ক তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে আটকে পড়েছিলেন। সেই ভিডিওটি আবার তাহসান খানের ফেসবুক পেজ থেকে লাইভ আপলোড হয়।
এর কয়েক ঘণ্টার মধ্যে আবার মুছেও ফেলা হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সে লাইভ। এবার ভাইরাল হওয়া সে ভিডিওর কারণ ব্যাখ্যা করলেন দেশের জনপ্রিয় এই দুই তারকা।
রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে তারা জানান, দুজনই ঢাকার একটি এপেক্স স্টোরে গিয়েছিলেন তখনই ভুলে লাইভ হয়ে যায় তার ফোন থেকে। এই ভিডিও নিয়ে অনেক মন্তব্য বিভিন্ন মহলে হলেও, কাজের জন্য ব্যস্ত থাকায় সবাইকে উত্তর দেয়া সম্ভব হয়নি।
এরপর ভক্তদের উদ্দেশ্যে আরও জানিয়েছেন তারা সুস্থ-সবল আছেন আর আগামী কয়েক দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন।