ঢালিউড সুপারস্টার শাকিব খান তার ক্যারিয়ারে ২৫ বছর অর্থাৎ রজতজয়ন্তী পূর্ণ করলেন। ১৯৯৯ সালের আজকের এই তারিখে (২৮ মে) মুক্তি পেয়েছিল তার প্রথম ছবি। তাই শাকিব খানের জন্য এই তারিখটি বিশেষ। বিশেষ এই দিনে শাকিব অভিনীত ‘তুফান’ সিনেমার ‘লাগে উরা ধুরা’ গান প্রকাশ করলেন নির্মাতা রায়হান রাফি।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে এসভিএফ চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে ‘লাগে উরা ধুরা’ গানটি।
গানে দেখা যাচ্ছে, রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। গানের শেষের দিকে শাকিবকে সঙ্গ দিয়ে দেখা দিয়েছেন সংগীতশিল্পী প্রিতম হাসান। গানের একদম শেষ দৃশ্যে চমকে দিয়েছেন নির্মাতা রায়হান রাফি। অর্থাৎ তিনিও আছেন এই গানে।
‘লাগে উরা ধুরা’ গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। গানটি গেয়েছেন প্রীতম হাসান এবং কলকাতার শিল্পী অন্তরা রায়। সংগীতায়োজন করেছেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান।
সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নির্মাতা রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন ঢালিউড নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।
এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা।