নতুন বছর নিয়ে বিনিয়োগকারীদের অনেক প্রত্যাশা থাকলেও প্রথম কার্যদিবসেই মূল্যসূচকের পতনে দেশের শেয়ার বাজারে লেনদেন শুরু হলো। গতকাল সোমবার সূচকের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেনও কমেছে।
বাজার বিশ্লেষকরা বলেছেন, বছরের প্রথম দিন দরপতনে লেনদেন শুরু হলেও চলতি বছর শেয়ার বাজারে অনেক বিনিয়োগ সুযোগ আসবে। তবে এসব কিছুই নির্ভর করছে ফ্লোরপ্রাইস উঠিয়ে দেওয়া, না দেওয়ার ওপর। তারা বলেছেন, অনেক ব্লু-চীপ কোম্পানির (ভালো) শেয়ার এখন ফ্লোরপ্রাইসে আছে। এসব শেয়ারে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। কারণ, গত কিছুদিনে এসব কোম্পানির আর্নিংস ও গ্রোথ আরও বেড়েছে।
ডিএসই তথ্য বলছে, গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩.৬২ পয়েন্ট কমে ৬২৪২.৮৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরিয়াহ্ সূচক ডিএসইএস ২.৮৯ পয়েন্ট কমে ১৩৬১ পয়েন্টে ও বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২৯১.৫৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন এই বাজারে ৪৪৩ কোটি ৭৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬০ কোটি ৬১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২১৬ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ৮৬টির। আর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির দর।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড হলো: বিডি থাই অ্যালুমিনিয়াম, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সি পার্ল বিচ রিসোর্ট, অলিম্পিক এক্সোসরিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড এবং ওরিয়ন ইনফিউশন।
অন্য বাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৫ পয়েন্ট। গতকাল এই বাজারে লেনদেন হয়েছে ৯ কোটি ৩১ লাখ টাকা। এর আগে গত বছরের সর্বশেষ কার্যদিবসে ১৪ কোটি ২৩ লাখ টাকা লেনদেন হয়েছিল।
নতুন বছরের প্রথম কার্যদিবসে শেয়ার বাজারে দরপতন প্রসঙ্গে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এমরান হাসান গতকাল ইত্তেফাককে বলেন, বছরের প্রথম দিন দরপতনে লেনদেন শুরু হলেও চলতি বছর শেয়ার বাজারে অনেক অপরচুনিটি (সুযোগ) আসবে বলে মনে করি। তিনি বলেন, অনেক ব্লু-চীপ কোম্পানির (ভালো) শেয়ার এখন ফ্লোরপ্রাইসে আছে। গত কিছুদিনে এসব কোম্পানির আর্নিংস ও গ্রোথ আরও বেড়েছে। ফলে এসব শেয়ারে দীর্ঘ মেয়াদে ধাপে ধাপে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে।
পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবু আহমেদ এ প্রসঙ্গে ইত্তেফাককে বলেন, চলতি বছর বাজার কেমন যাবে—তা অনেকটাই নির্ভর করছে ফ্লোরপ্রাইস তুলে দেওয়া-না দেওয়ার ওপর। তিনি বলেন, ফ্লোরপ্রাইস তুলে দিয়ে বাজারকে স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে। তা হলে বাজার এমননিতেই ভালো হবে।