উচ্চাশা ভালো। তবে, তা সামর্থ্য অনুযায়ী। বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে স্বপ্ন দেখিয়েছিল, চ্যাম্পিয়ন হওয়ার। টুর্নামেন্টের ২ ম্যাচ পর পয়েন্ট টেবিল দেখাচ্ছে, সেরাদের সেরা হওয়ার স্বপ্ন নিয়ে যাওয়া বাংলাদেশ বাদ পড়েছে গ্রুপ পর্বেই।
উচ্চাশা ভালো। তবে, তা সামর্থ্য অনুযায়ী। বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে স্বপ্ন দেখিয়েছিল, চ্যাম্পিয়ন হওয়ার। টুর্নামেন্টের ২ ম্যাচ পর পয়েন্ট টেবিল দেখাচ্ছে, সেরাদের সেরা হওয়ার স্বপ্ন নিয়ে যাওয়া বাংলাদেশ বাদ পড়েছে গ্রুপ পর্বেই।
এমন হারের পর পুরোনো কথাই নতুন করে বললেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক জানান, হারের কারণ ব্যাটিং ব্যর্থতা। যে কথা আসলে সবার জানা। শান্তর মতে, ব্যাটারদের এবার উন্নতির দিকে নজর দিতে হবে।
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমার মনে হয় আমরা ব্যাটিংয়ে ভালো করেছি। কিন্তু, মাঝের ওভারগুলোতে দ্রুত উইকেট হারিয়েছি। এমন পিচে (ব্যাটিং সহায়ক) আমরা ভালো করতে পারিনি। আমাদের বোলাররা গত কয়েক বছর ধরেই দুর্দান্ত করছে। তবে, ব্যাটিংয়ে এবার উন্নতির দিকে নজর দিতে হবে। আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে।