কানপুর টেস্টের আগে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তবে নিরাপত্তা ইস্যুতে সাকিবের দেশে ফেরা নিয়ে দেখা দেয় শঙ্কা।
এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জানিয়ে দেয় সাকিবের নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তাদের নেই। ফলে দেশে মাটিতে সাকিব অবসর নিতে পারবেন কিনা তা নিয়ে দেখা দেয় শঙ্কা।
তবে এবার আশার কথা শুনিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশেই সাকিবের অবসর নেওয়ার ভালো সম্ভাবনা আছে বলে মনে করছেন তিনি। সোমবার (৭ অক্টোবর) বোর্ড সভার পর গণমাধ্যমকে বিসিবি প্রধান বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসরে যাওয়ার।’
সাকিবের দেশে ফেরার আইনি প্রক্রিয়া প্রসঙ্গে জানতে চাইলে ফারুক বলেন, ‘লিগ্যাল ব্যাপারটা তো আমি বলতে পারব না। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসবে। আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেবেন।’