বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর পরিচয়টা এখন সবার মুখে মুখে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা এখন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে তার। এর আগেই আজ দেশের মাটিতে পা রাখলেন তিনি। সকাল পৌনে এগারোটায় সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।
এরপরই শুরু হলো জাতীয় দলের প্রসঙ্গ। নিজের অভিষেক ম্যাচ নিয়ে পরিপূর্ণ ধারণা নিয়েই তবে দেশে পা রেখেছেন হামজা। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষের ম্যাচকে ডার্বি বলে আখ্যায়িত করেছেন এই ফুটবলার। হামজা বলেন, ‘ইনশাআল্লাহ আমরা ডার্বি জেতার আশা রাখি এবং জিতে আমরা উন্নতি করতে চাই।’
ভারত ম্যাচ নিয়ে তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় আরও বলেন, ‘আমরা উইন করমু। আমরার বিগ ড্রেম আছে, আমি কোচ হ্যাভিয়েরের সঙ্গে মাতসি (কথা বলেছি)। ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারমু।’
সিলেট বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে গণমাধ্যমের সামনে হামজাকে নিয়ে আসতে বাফুফের ঘণ্টা খানেক সময় লেগেছে। ৯ ঘণ্টা বিমানে ভ্রমণের পরও সাধারণ মানুষ ও গণমাধ্যমের এমন উন্মাদনা বেশ অভিভূত করেছে হামজাকে। তাই তিনি প্রথম প্রতিক্রিয়াতেই বলেছেন,‘এমিজিং, এমিজিং। দীর্ঘদিন (১১ বছর) পর এখানে আসতে পেরে আমি এক্সাইটেড।’