বোরহান’ কিংবা ‘লাবু কমিশনার’ এসব নামেই তিনি এখন বেশি পরিচিত। চরিত্রের সঙ্গে মিশে গিয়ে তাঁর সাবলীল অভিনয় দর্শকের মুখে হাসি ফোটায় মুহূর্তেই। ওই হাসিটুকুই পরম প্রাপ্তি। তিনি শরাফ আহমেদ জীবন। নিজেও একজন সফল নির্মাতা। বানিয়েছেন বহু বিজ্ঞাপন, নাটক ও টেলিফিল্ম। এখন নিজেই হয়ে উঠেছেন পুরোদস্তুর অভিনেতা। তাঁকে মুখ্য করেই নির্মিত হচ্ছে নাটক।
এতদিন খণ্ড নাটকে অভিনয় করলেও এবার ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেন জীবন। নাম ‘ফাউল জামাই’। আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।
নাটকের গল্পে দেখা যাবে, সুজনকাঠি গ্রামের তালুকদার বাড়ির একমাত্র জামাই মনির হোসেন প্রবাস থেকে দেশে ফিরেছে। নিজের বাড়িতে না গিয়ে সরাসরি শ্বশুরবাড়িতে আসায় মনির হোসেনের শ্বশুর আদম আলী তালুকদার জামাইর ওপর বিরক্ত। তিনি তাঁর মেয়েজামাইকে পছন্দ করেন না। পছন্দ না করার যথেষ্ট কারণও আছে; মনির কথা বেশি বলে, যে কোনো বিষয়ে নিজেকে জ্ঞানী হিসেবে জাহির করে, আদম আলী তালুকদারকে সম্মানের চাইতে অপমান বেশি করে। সুতরাং আদম আলী তালুকদার চান না, তাঁর মেয়েজামাই এই বাড়িতে থাকুক। তিনি তাঁর স্ত্রীকে বলে দিয়েছেন, মনির যেন তাদের মেয়েকে নিয়ে বিদায় হয়। কিন্তু মনির বিদায় হয় না; বরং শ্বশুরবাড়ি থেকে সে একের পর এক উদ্ভট কর্মকাণ্ড ঘটিয়ে চলে।
শরাফ আহমেদ জীবন নাটকটি নিয়ে বলেন, ‘গল্পের ধারাবাহিকতা টেনে নিয়ে যাওয়া কঠিন। তরুণ নির্মাতা আশিক সেটা দারুণভাবেই পেরেছেন বলে আমার বিশ্বাস। নাটকটির মূল গল্পটি আমাকে ঘিরেই। এটা আমার জন্য বড় পেশারই ছিল। জানি না এমন চরিত্রটি দিয়ে দর্শকদের কতটা ভালোবাসা পাব। তবে আমার বিশ্বাস, এটি দর্শকদের ভরপুর বিনোদিত করতে পারবে।’
নাটকটি এনটিভিতে সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে। বিভিন্ন চরিত্রে ধারাবাহিকে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, সাদ্দাম মাল, হান্নান শেলি, জারা জয়া, সাইকা আহমেদ, জাবেদ গাজী, রোবেনা রেজা জুঁই, নওশিন দিশা, সুজিত বিশ্বাস, খান রশ্মি, পলাশ, বিভান বাদল, বাঁশরী, বিজয়, রাজীব প্রমুখ।