ঝিনাইদহের কোটচাঁদপুরে বাড়ি থেকে আজ বুধবার (২ জুলাই) নিখোঁজের ২০ মিনিট পর আলিফ হোসেন (২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বাঁওড় থেকে। আজ সকালে উপজেলার বহরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে। সে বাঁওড়ের পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা পরিবার ও স্থানীয়দের।
আলিফের দাদা কাশেম আলী বলেন, ‘বাড়ির উঠানে খেলছিল আলিফ। তখন সকাল ৯টা বাজে। আমি সেসময় পাশের মাচানে বসে ছিলাম। এর ২০ মিনিট পর বাড়ির সবাই খোঁজ করতে থাকি।
এ সময় আমার মনে হলো পানিতে পড়ে যেতে পারে সে। আমি তখনই নেমে যাই মামা-ভাগ্নে দোহা নামের বাঁওড়ের পানিতে। কিছুক্ষণ খোঁজার পর তাকে পানিতে দেখতে পাই। এরপর তাকে বাঁওড়ের তীরে আনা হয়।
তারপর আমি আর কিছু জানি না। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনাটি এখন পর্যন্ত কেউ আমাকে জানায়নি।’