প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে আলোচনায় এসে হুট করে নিখোঁজ হয়ে গেছেন আফরান নিশো। মাঝে খবর এসেছিল এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের জোড়া সিনেমার ঘোষণা। কিন্তু সেই সিনেমারও কোনো খবর পাওয়া যাচ্ছে না। দুই সিনেমার একটি ‘অসিয়ত’। যেটি পরিচালনা করার কথা ছিল রায়হান রাফির।
গত মাস থেকে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু তা হয়নি। কারণ ‘অসিয়ত’ করছেন না রায়হান রাফি। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বাজেট জটিলতায় সিনেমাটি আপাতত হচ্ছে না। প্রযোজক শাহরিয়ার শাকিলেরর সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। নিশোর সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি কোনো মন্তব্য।
এদিকে শোনা যাচ্ছে, এ বছরের নভেম্বর বা ডিসেম্বরে নতুন সিনেমার শুটিং শুরু করবেন নিশো। সিনেমাটি মুক্তির আলো দেখবে আগামী কোরবানির ঈদে। পরিচালনা করবেন শিহাব শাহীন। সিনেমার নাম এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সপ্তাহখানেক পরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সিনেমা, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীর নাম। নিজের প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে সিনেমা পরিচালক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন শিহাব শাহীন। এবার তিনি হাত দিয়েছেন দ্বিতীয় সিনেমায়।
জানা গেছে, কয়েক মাস ধরে নতুন সিনেমার শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ও তার দল। যে কোনো সময় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত তারা। শিহাব শাহীন বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেসব জানাব।’ এই সিনেমা হলে না আসা পর্যন্ত বিজ্ঞাপন ছাড়া কোথাও নেই আফরার নিশো।