ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচে ফিফটি করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে পেয়েছিলেন অর্ধশতকের দেখা। ওয়ানডে ম্যাচে টানা ৪টি ফিফটি করা এই ক্রিকেটারকে ভারতের বিপক্ষে একাদশে না দেখা চমকের মতোই ছিল। তবে ইনজুরির কারণে সেই ম্যাচে মাঠে নামতে পারেননি রিয়াদ।
বিসিবি জানায়, দুবাইয়ে প্রথম অনুশীলনে ডান পায়ের মাংসপেশিতে টান পড়ে মাহমুদউল্লাহ রিয়াদের। ফলে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি। এমনকি ম্যাচের দিন পরিপূর্ণ ফিট না হওয়ায় ভারতের বিপক্ষেও স্কোয়াডে ছিলেন না এই ক্রিকেটার।
এবার রিয়াদের ইনজুরি নিয়ে সুখবর জানিয়েছে বিসিবি। পরবর্তী ম্যাচের আগেই ফিট হয়ে উঠেছেন এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে অঘোষিত ফাইনাল ম্যাচেই মাহমুদউল্লাহকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার রাবিদ ইমাম।
টাইগারদের টিম ম্যানেজার বলেন, ‘আমরা তাকে পাওয়ার (টুর্নামেন্টের বাকি অংশে) ব্যাপারে আশাবাদী। সে ভালোভাবে সেরে উঠেছে, কিন্তু রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সর্বশেষ অনুশীলন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সে চোট পাওয়ার পর আমরা তার স্ক্যান করিয়েছিলাম এবং সেখানে কোনো চিড় পাওয়া যায়নি। এটি একটি ভালো বিষয় এবং যখনই সে স্বাভাবিক মনে করবে, তখন সে খেলার জন্যও বিবেচিত হবে। আমার মনে হয় তার আপাতত কোনো সমস্যা নেই।’
আগামী ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ। এ ম্যাচে কোনভাবে হেরে গেলেই শান্তদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে। তবে কিউইদের বিপক্ষে জিতলে পরের ম্যাচে পাকিস্তানকেও হারাতে হবে হৃদয়-জাকেরদের। আগামী ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।