র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদকদ্রব্য সরবরাহ ও ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। র্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০৯:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে শরীয়তপুর জেলার জাজিরা থানার মামলা নং-২৩, তারিখ-২৭/০৯/২০১১ খ্রি:, জিআর নং-১৭৬/১১ (জাজিরা); ধারা-দন্ডবিধি আইন-১৮৬০ এর ৩২৮/৩৭৯; নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চুরির মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত ও ১,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হারুন খাঁ (৩৫), পিতা-রুস্তম খাঁ,সাং-জৌতা,থানা-বাউফল, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।