গতকাল পাকিস্তানের করাচিতে অভিনেত্রীর নিজ বাসভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগেই তিনি মারা গেছেন। অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৭।
পুলিশ জানিয়েছে, আয়েশা খান তিনি গত কয়েক বছর ধরে একা থাকতেন। লোক সমাগম এড়িয়ে চলতেন। স্থানীয়রা জানান, তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ পেলে তারা পুলিশে খবর দেন।। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কেউ দরজা খোলেনি। পুলিশ দরজা ভেঙে ভেতরে গেলে অভিনেত্রীর পচা–গলা দেহ দেখতে পায়।
মরদেহ প্রথমে করাচির জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর ময়নাতদন্ত করা হয়। এরপর মরদেহ সোহরাব গোথে ইধি ফাউন্ডেশনের মর্গে পাঠানো হয়। তাঁর মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি স্পষ্ট করতে পুলিশ প্রতিবেশী ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
১৯৪৮ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করা আয়েশা খান পাকিস্তানি বিনোদনজগতের একটি সুপরিচিত নাম ছিলেন। তিনি ছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী খালেদা রিয়াসাতের বড় বোন। ‘আখরি রক’, ‘টিপু সুলতান: দ্য টাইগার লর্ড’, ‘ডালিজ’, ‘ক্র্যাকস’, ‘বোল মেরি ফিশ’, ‘এক অউর আসমান’-এর মতো জনপ্রিয় টিভি শোতে কাজ করেছেন তিনি।
আয়েশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেক পাকিস্তানি শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন।