নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি দলে রাখা হয়নি দলের বড় দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। আর চমক হিসেবে এই সংস্করণের সহঅধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার শাদাব খানকে।
চলতি মাসের শেষভাগ থেকে এপ্রিল মাসের শুরুর ভাগে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ১৬ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হবে টি-টোয়েন্টি সিরিজ আর ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত হবে ওয়ানডে সিরিজ।
টি-টোয়েন্টিতে সালমান ও শাদাবকে দায়িত্ব দেওয়া হয়েছে এশিয়া কাপ টি-টোয়েন্টি (সেপ্টেম্বর, ২০২৫) ও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ফেব্রুয়ারি-মার্চ, ২০২৬)-কে সামনে রেখে। এর আগে জিম্বাবুয়ে সিরিজেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সালমান। ওয়ানডেতে যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ রিজওয়ান। তার সহকারী হিসেবে থাকছেন সালমানই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান নওয়াজ, জাহানদাদ খান, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, ওমাইর বিন ইউসুফ, সুফিয়ান মুকিম, উসমান খান, মোহাম্মদ হারিস ও মোহাম্মদ ইরফান খান।