দুইবার জীবন পেয়ে কিন্তু তৃতীয়বার আর পারলেন না বাবর আজম। শেষ পর্যন্ত নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে তিন চারে ৫০ বলে ২২ রান করেন বাবর। পরের ওভারেই সাকিবের বলে স্টাম্পড হয়েছেন প্রথম ইনিংসে ১৪১ রান করা সৌদি শাকিল। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার শূন্য রানে ফিরেছেন তিনি।
২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৫ রানে ব্যাট করছে পাকিস্তান। ক্রিজে আছেন আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। সাজঘরে মাসুদ, বাবরকে জীবন দিলেন লিটন
পঞ্চম দিনের শুরুতেই দলকে সাফল্য এনে দেন হাসান। ডানহাতি পেসারের বলে মাসুদের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৩৭ বলে ২ চারে ১৪ রান করে ফেরেন পাকিস্তান অধিনায়ক। এরপর বাবর আজমকেও ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের। তবে পরের ওভারে শরিফুলের বলে বাবর আজমের সহজ ক্যাচ ছেড়েছেন লিটন।
১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রানে ব্যাট করছে পাকিস্তান। ক্রিজে আছেন আবদুল্লাহ শফিক ও বাবর আজম। এর আগে পাকিস্তানের ৬ উইকেটে করা ৪৪৮ রানের জবাবে ৫৬৫ রান তুলে ১১৭ রানের লিড নেয় বাংলাদেশ। ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিক।