‘আমরা শতভাগ আশাবাদী এই ম্যাচটা জিতব এবং সিরিজটা জিতব’ চট্টগ্রামের শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নামার আগে গতকাল এমন আশার কথাই শোনা গিয়েছে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজের কণ্ঠে।
এই সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের দুই ব্যাটার আশালঙ্কা ও নিশাঙ্কার গড়া ১৮৫ রানের রেকর্ড জুটির কাছে হেরে গিয়েছেন টাইগাররা। ফলে সিরিজের শেষ ম্যাচটি দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল হিসেবে। এই ম্যাচে যারাই জিতবে সিরিজ তাদের। এমন সমীকরণ নিয়েই আজ সকাল ১০ টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা-বাংলাদেশ।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ধারাবাহিক ব্যর্থতার কারণে দলে জায়গা হারিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। গেল পরশু এক ভিডিও বার্তায় লিটনকে বাদ দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করেছিলেন টাইগার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাই স্বাভাবিকভাবেই ম্যাচের আগে লিটনের প্রসঙ্গেও এসেছিল ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে।
এ নিয়ে মিরাজ বলেন, ‘লিটনদা অনেক ভালো ভালো ইনিংস খেলেছেন এবং অনেক ইনিংস রয়েছে যেটা স্মরণীয়। আমি মনে করি যে ও বাদ পড়েছে এরকম কিছু না। আবার ফিরে আসতে পারবে এটা আমি বিশ্বাস করি। কারণ ওর ভেতরে সেই সম্ভাবনা আছে। আর আমরা জানি ও কী ধরনের খেলোয়াড়। ও যে এখন বাদ পড়েছে এরকম কিছু না আমি মনে করি যে এখন হয়তো একটু অফফর্মে আছে তবে আবার খুব তারাতারি বাংলাদেশ দলে আসবে এটা আমি বিশ্বাস করি।’
বেশ কয়েক মাস আগেও আলোচনায় ছিল অটো চয়েসের বিষয়টি। মূলত ধারাবাহিক ব্যর্থতার মধ্যে থাকা ক্রিকেটাররাও নিয়মিত জাতীয় দলের হয়ে মাঠে নামার কারণেই ধরে নেওয়া হতো অটো চয়েসের বিষয়টি। তবে বর্তমানে এমনটি খুব বেশি দেখা যায় না। কেউ বাজে পারফরম করলে কিংবা অফ ফর্মে থাকলেই তাকে মূল একাদশ থেকে জায়গা হারাচ্ছে ক্রিকেটাররা। তার পরিবর্তে সুযোগ পাচ্ছে অন্য কোনো ক্রিকেটার। যেমনটা বলা যায় এই ম্যাচে লিটন দাস ও এই সিরিজে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া। এমন অবস্থায় দলের খেলোয়াড়দের পারফরম করার প্রতি আরো মোটিভেট করেছে কি না, প্রশ্ন করা হলে মিরাজ বলেন, ‘জাতীয় দলে খেলতে হলে পারফর্ম করেই খেলতে হবে এবং প্রতি নিয়ত পারফরমই করতে হবে। এখানে যদি আমিও ভালো না খেলি আমাকেও কিন্তু বাদ দেওয়া হবে।
জাতীয় দল এমন একটি জায়গা যে পারফর্ম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। এটা এক দুই দিন না দেখুন, মুশফিক ভাই অনেক বছর সার্ভিস দিয়েছে দলে এখন একটা জায়গায় এসেছেন। তারপর আরও যারা খেলেছেন রিয়াদ ভাই আছেন তিনিও এখন…… আপ-ডাউন থাকে সবার। আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। অটোচয়েস নিয়ে যেটা বললেন আপনি খারাপ খেললে কখনই দলে সুযোগ পাবেন না। এটা প্রতিটি খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে।’
তবে লঙ্কানদের বিপক্ষে দুই ওয়ানডেতেই দৃষ্টিকটু শটে আউট হয়েছেন লিটন। দুই ম্যাচ মিলিয়ে মোট চার বল খেলেছেন তিনি রান করতে পারেনি একটিও আর তাতেই তৃতীয় ম্যাচের আগে স্কোয়াডে হারিয়েছে জায়গা। যদিও টিম ম্যানেজমেন্ট চাইলে লিটনকে শেষ ম্যাচে ডাগআউটে বসিয়ে রেখে অন্য ওপেনারদের পরখ করতে পারত। তবে সেটি না করে লিটনকে সরাসরি বাদ দেওয়া হয়েছে। তাতে খানিকটা বোঝা যায় জাতীয় দলে পারফরম না করলে কারোর সুযোগ নেই। এ নিয়ে মিরাজ বলেন, ‘প্রত্যেকেটা নির্বাচক প্যানেলের আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে।
একেক জনের চিন্ত ভাবনা একেক রকম। এটা যদি আমাকে জিগ্যেস করেন, তাহলে বলতে আমি পারব না। তাদের চিন্তা কী ছিল, তাদের সাথে আমার ওরকম কথা হয়নি। এটা টিম ম্যানেজমেন্ট কোচ কিংবা ক্যাপ্টেন ভালো বলতে পারবেন। তবে এতটুকু বলতে পারি প্রত্যেক প্লেয়ারকে পারফরম করতে হবে। এটা আমি আগেও বলেছি আবারও বলছি পারফম করেই ক্রিকেটারদের খেলতে হবে, সেটা প্রত্যেক জায়গায়। আমার কাছে মনে হয় যে প্রত্যেকেটা খেলোয়াড়ের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত এ ক্ষেত্রে। কোন জায়গায় উন্নতি করলে ভালো হবে, সেটা নিয়ে কাজ করা উচিত।’