দেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান অস্থিরতা নিয়ে নিজের অবস্থান জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না।’
কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রথমদিকে শোবিজ তারকারা চুপ থাকলেও শিক্ষার্থীদের ওপর হামলার পর সরব হয়েছেন অনেকে। শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন শোবিজ অঙ্গনের কেউ কেউ।
এবার চলমান পরিস্থিতি নিয়ে কথা বললেন শাকিব খান। পোস্টে তিনি বলেন, কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’
প্রসঙ্গগত অনেকদিন ধরে শান্তিপূর্ণভাবে চলে আসা কোটা সংস্কার আন্দোলন গত দুইদিন ধরে সহিংস হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগসহ একাধিক সংগঠনের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত এই আন্দোলনে ছয়জন প্রাণ হারিয়েছেন।