নিজস্ব প্রতিবেদক: ট্রাকের (মিক্সার মেশিন) চাকায় পিস্ট হয়ে রাজধানীর বনানী এলাকায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) সকালে বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আসিফ মাহমুদ সম্পদ (২৫) ও আশফাকুর রহমান আসিফ (২৪)।
খোঁজ নিয়ে জানা গেছে, অসুস্থ বাবার জন্য মহাখালী থেকে উত্তরার একটি হাসপাতালে খাবার নিয়ে যাওয়ার পথে পেছন থেকে থেকে ধাক্কা দেওয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মেরিন ইঞ্জিনিয়ার পড়ুয়া শিক্ষার্থী আসিফ মাহমুদ সম্পদ ও অন্য এক ইঞ্জিনিয়ার পড়ুয়া শিক্ষার্থী (রাইড চালক) আশফাকুর রহমান আসিফ ।
দুপুরে আসিফ মাহমুদ সম্পদের ব্ন্ধু মিলন জানান, সম্পদ চট্টগ্রামের মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ৫৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত বৃহস্পতিবার উত্তরার একটি হাসপাতালে তার বাবার ব্রেন টিউমার অপারেশন হয়। হাসপাতালে ভর্তি বাবার জন্য খাবার নিয়ে বাইক রাইড শেয়ারিংয়ে যাওয়ার পথে বনানী এলাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন তিনি।
সম্পদের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকার তখনপুর গ্রামে। তার বাবার নাম শহিদুল ইসলাম।দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি।
অন্যদিকে রাইড শেয়ারিং চালকের বন্ধু বিধান জানান, আশফাকুর রহমান আসিফ হাজী দীনেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ১৯ব্যাচ থেকে পাস করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্বপ্ন ছিল সে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করবে। বিভিন্ন জায়গায় চাকরির জন্য সে সিভি দিয়েছে, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিল। পাশাপাশি রাইট শেয়ারিং করেন তিনি।
আসিফ কুষ্টিয়া সদরের বিআরবি ক্যাবলসের পাশে পশ্চিম কুমারপাড়া এলাকার আলমের সন্তান। তিনি ঢাকার ফার্মগেট এলাকায় থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাছে পেছন দিক থেকে আসা সিমেন্টের লরি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গাড়ির হেলপার রবিউল ইসলামকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেওষে স্বজনদের মাঝে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।