বায়ুদূষণ রোধে বায়ুমান বৃদ্ধি ও গ্যাস সরবরাহ উন্নয়নে ৬৪ কোটি ডলার দেওয়ার পরিকল্পনা করছে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ ৭ হাজার ৮০০ কোটি টাকা। আজ বৃহস্পতিবার বিশ্বব্যাংকের বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়।
দুটি প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হবে। একটি জ্বালানি খাত, আরেকটি বায়ুমান প্রকল্প। এর মধ্যে জ্বালানি খাত নিরাপত্তা জোরদার প্রকল্পে ৩৫ কোটি ডলার এবং বায়ুমান উন্নয়ন প্রকল্পে ২৯ কোটি ডলার দেওয়া হবে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, বাংলাদেশের জন্য জ্বালানি নিরাপত্তা ও বায়ুর মান উন্নয়ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়নমূলক অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়।
তাঁর মতে, গ্যাস সরবরাহের সংকট এবং শহর এলাকায় বায়ুদূষণের মূল কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে এ প্রকল্প নেওয়া হয়েছে।
জ্বালানি খাত নিরাপত্তা জোরদার প্রকল্পটি বাস্তবায়ন করবে পেট্রোবাংলা।
এই প্রকল্পের আওতায় গ্যাসের সরবরাহ বাড়ানোর অর্থায়ন করা হবে। এতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি আরও সহজ হবে।