পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তার আগে সেখানে ৩ দিনের একটি অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত চলবে এই ক্যাম্প। এজন্য ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন ক্যাম্পে ডাক পাওয়া ১৭ ক্রিকেটার।
জানা গেছে, দলের চাওয়াতে রুদ্ধদ্বার প্রস্তুতির ব্যবস্থা করেছে টিম ম্যানেজমেন্ট। এই ক্যাম্পের শেষ দিন জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করবেন নির্বাচক।
এই ক্যাম্পের আগে বিশ্রাম দিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল আবাহনী লিমিটেডকে তাদের চার ক্রিকেটারকে না খেলানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই চার ক্রিকেটার হলেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
জানা গেছে, তিন দিনের ক্যাম্পে ম্যাচের আবহে অনুশীলন করবেন ক্রিকেটাররা। এই ক্যাম্পে যোগ দিতে আগামীকাল রাতে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা আছে ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফের সদস্যদের।
এই ক্যাম্প ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরুতে থাকবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজ ২ মে আইপিএলে ম্যাচ খেলে দেশে ফিরবেন। সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নিজের ব্যক্তিগত প্রস্তুতির জন্য ডিপিএলের কয়েকটি ম্যাচ খেলবেন।
৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের ২য় ও ৩য় ম্যাচও এই মাঠে হবে যথাক্রমে ৫ ও ৭ মে। ১০ মে ৪র্থ টি-টোয়েন্টি ও ১২ মে শেষ ম্যাচটি মাঠে গড়াবে মিরপুরে।
সিরিজ শেষে ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল।