জনাব মোঃ জাকির হোসেন চৌধুরী গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগদান করেছেন। ডেপুটি গভর্নর পদে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গ্রেড-১) হিসেবে কর্মরত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপন নম্বর 53.00.0000.211.11.০০১.১৮-৯৮ এর মাধ্যমে Bangladesh Bank Order, 1972 এর Article 10 (4) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোঃ জাকির হোসেন চৌধুরী তাঁর বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে যোগদানের তারিখ হতে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রদান করা হয়।
তিনি ১৯৯৩ সনের ১০ জানুয়ারী বাংলাদেশ ব্যাংকে মেধা ভিত্তিতে তৃতীয় স্থান অধিকার করে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন এবং ২০২১ সালে তিনি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ প্রাপ্তির পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকে ৩১ বছরের বেশি অভিজ্ঞতায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ব্যাংকিং সুপারভিশন, বৈদেশিক মুদ্রা নীতি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সাসটেইনেবল ফাইন্যান্স, কৃষি ঋণ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০০৭ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন এওয়ার্ড প্রাপ্ত হন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (BFIU) এ হেড অব অপারেশন ও মহাব্যবস্থাপক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ-এ দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে সন্ধ্যাকালীন এম.বি.এ ডিগ্রি অর্জন করেন। দাপ্তরিক প্রয়োজনে তিনি বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণ উপলক্ষে সিঙ্গাপুর, ভারত, কানাডা, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ফ্রান্স, নেপাল, অস্ট্রেলিয়া, রাশিয়া, আমেরিকা, নেদারল্যান্ড, ফিলিপাইন, ইথিওপিয়া, মিশর, থাইল্যান্ড, আইভরি কোস্টসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
মোঃ জাকির হোসেন চৌধুরী ১৯৬৮ সালের ১০ জানুয়ারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী এবং মাতা শরিফা খাতুন।