প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পরদিন গতকাল মঙ্গলবার অফিস করেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, গভর্নরের দেশ ছাড়ার চেষ্টার গুঞ্জনের মধ্যে তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডেপুটি গভর্নর, কাজী ছাইদুর রহমান, নূরুন নাহার, মো. খুরশীদ আলম, ড. মো. হাবিবুর রহমান ও নির্বাহী পরিচালক মেজবাউল হক উপস্থিত ছিলেন। ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে সাংবাদিকদের প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকে যান। সভায় আর্থিক খাতের বর্তমান দুরবস্থা কাটানোর বিষয়েও আলোচনা হয়।
কাজী ছাইদুর রহমান বলেন, গভর্নর একটু অসুস্থতা বোধ করায় অফিসে আসেননি। তবে টেলিফোনে তাঁর সঙ্গে কথা হয়েছে। যার যার কাজ চালিয়ে নেওয়ার জন্য বলেছেন। তারা সবাই আলোচনা করে সাংবাদিক প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে আগের মতোই খাতায় এন্ট্রি করে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক।
কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য আর সাংবাদিকদের উদ্দেশ্য অভিন্ন। সবাই মিলে আমরা দেশটাকে একটি ভালো অবস্থানে নিতে চাই। তবে যে কোনো কারণেই হোক মাঝে কিছুদিন সাংবাদিকরা প্রবেশ করতে পারেননি।