আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত জাতীয় বাজেটে বিশেষ কোনো পরিবর্তন আসছে না । তবে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালোটাকা সাদা করার সুযোগটি বাতিল হতে পারে। এ ছাড়া সোনার আংটি কেনা, চোখে কর্নিয়া স্থাপন ইত্যাদি বাবদ ৫ শতাংশ হারে যে কর ছিল, সেটি আর থাকছে না।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রগুলো জানায়, আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট আজ রোববার উপদেষ্টা পরিষদ অনুমোদন করবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
উপদেষ্টা পরিষদের বৈঠকে এগুলো পাস হওয়ার কথা রয়েছে। অর্থ অধ্যাদেশ, ২০২৫ সংশোধন ছাড়া বাকি দুটির ভেটিং (আইনি পরীক্ষা-নিরীক্ষা) ইতিমধ্যে হয়ে গেছে। কাল শুধু অনুমোদন হবে। আর অর্থ অধ্যাদেশ সংশোধনের বিষয়টি উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। এরপর তা যাবে রাষ্ট্রপতির কার্যালয়ে। সব মিলিয়ে দুই থেকে তিন দিনের মধ্যেই অর্থ অধ্যাদেশ সংশোধনের প্রজ্ঞাপন জারি হবে।
সংসদ না থাকার কারণে পেশ করা বাজেট নিয়ে বেশি আলোচনা হয়নি এবার। বাজেট পেশের পরদিন ৩ জুন অন্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে অর্থ উপদেষ্টা একটি সংবাদ সম্মেলন করেন। এতে যেসব প্রশ্ন উঠে আসে, তার কিছুর জবাব দিলেও কিছু আবার এড়িয়ে যান উপদেষ্টারা। এর বাইরে অর্থ বিভাগের ওয়েবসাইটে বাজেট নিয়ে উন্মুক্ত মতামত দেওয়ার সুযোগ রাখা যায়। এ ছাড়া কয়েকটি চেম্বার ও অ্যাসোসিয়েশন নিজেদের মতো সংবাদ সম্মেলন করেছে। কেউ কেউ আবার বৈঠক করতে পেরেছে অর্থ উপদেষ্টার সঙ্গে।