এবার টি২০ বিশ্বকাপে বাংলাদেশের পেস বোলিং বিভাগকে নিয়ে বেশ প্রত্যাশা রয়েছে। কিন্তু দুর্দান্ত ছন্দে থাকা অন্যতম পেসস্তম্ভ তাসকিন আহমেদ ইনজুরি নিয়েই দলের সঙ্গে রয়েছেন। তিনি ইতোমধ্যে ছোট রানআপে বোলিং শুরু করেছেন এবং ৮ জুন বাংলাদেশের প্রথম ম্যাচ থেকেই খেলবেন এমন আশা সবার। কিন্তু ভারতের বিপক্ষে শেষ ওয়ার্মআপ ম্যাচে দুশ্চিন্তা তৈরি হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে নিয়ে।
গত বছর পর্যন্ত ৩ ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সেরা পারফর্মার ছিলেন শরিফুল। তবে ভারতের বিপক্ষে শনিবার প্রস্তুতি ম্যাচে বোলিং করার সময় শেষ ওভারে বাঁহাতের আঙ্গুলের সংযোগস্থল আঘাতপ্রাপ্ত হয়েছে তার। সেজন্য ৬টি সেলাইও দিতে হয়েছে। তাই বিশ্বকাপে প্রথম ম্যাচে শরিফুলের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী এক ভিডিও বার্তায় জানিয়েছেন ২ দিন পর হ্যান্ড সার্জনকে দেখিয়েই শরিফুলের সেরে উঠতে কেমন সময় লাগবে, সে ব্যাপারে বলা যাবে।
বাংলাদেশ দলের এই মুহূর্তে দুই বোলিংস্তম্ভ তাসকিন ও শরিফুল। বিশ্বকাপ শুরুর আগে এখন দুজনই ইনজুরির কবলে। তাসকিন প্রায় সেরেই উঠেছেন। হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেই খেলবেন তিনি। তবে সংশয় এখন শরিফুলকে নিয়ে। ভারতের বিপক্ষে শেষ ওভারের পঞ্চম বলে হার্দিক পান্ডিয়ার করা ড্রাইভ ঠেকাতে গিয়ে আঘাত পেয়ে ব্যথার জন্য মাঠ ছাড়েন তিনি। একটি বল পরে করেছেন তানজিম হাসান সাকিব।
শরিফুল বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে না পারলে এই তরুণই তার বদলি হিসেবে নামবেন। শরিফুলের বাঁ হাাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে সংযোগস্থল সেখানে ছড়ে গেছে ব্যথা (মেডিক্যালের ভাষায় যেটিকে স্পিন্ট ইনজুরি বলা হয়)। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ম্যাচের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তার ফেরার ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
কিন্তু বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ বলেছেন, ‘ওর ক্ষতস্থানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ৬টা সেলাই করা হয়েছে। দুইদিন পর আমরা আবারও হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’ অর্থাৎ এখন দুরু দুরু বুকে অপেক্ষা করতে হবে। হয়তো সোমবারই জানা যাবে শরিফুলের কি পরিস্থিতি। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন এ বাঁহাতি। ৩.৫ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।