কেউ জাতীয় দলে ঢুকলে, একটা বছর নিয়মিত খেললে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখে বলে মন্তব্য করেছেন বিশ্বকাপ দলের স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী। তার মতে, বিশ্বকাপের আগে থেকে খেলোয়াড়দের মধ্যে উচ্ছ্বাস কাজ করতে থাকে।
সিরিজ ও বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র সফরে গেছে বাংলাদেশ দল। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। হিউস্টোনে অনুশীলনও করেছেন শান্তর দল। ম্যাচের আগে বিসিবির বার্তায় শান্ত বলেন, ‘আমরা সারা বছর কষ্ট করি বিশ্বকাপের জন্য। জাতীয় দলে ডাক পেলে বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাস কাজ করে। বিশ্বকাপের অংশ হতে পারা গর্বের বিষয়।’
গত টি-২০ বিশ্বকাপের দলে ছিলেন শেখ মেহেদী। পরে দল থেকে বাদও পড়েছিলেন। জাতীয় দলে ফেরাটা চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন তিনি। তবে ফিরতে পেরে ভাগ্যবান মনে করছেন ডানহাতি এই স্পিনার ও লোয়ার অর্ডারের ব্যাটার। সুযোগ কাজে লাগিয়ে বিশ্ব মঞ্চে গতানুগতিকের চেয়ে ভালো ক্রিকেট খেলতে চান তিনি।
মেহেদী বলেন, ‘বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ আসলে স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করবো। প্রথম রাউন্ড ভালোভাবে পার করতে পারলে দ্বিতীয় রাউন্ড নিয়ে চিন্তা করবো। ব্যক্তিগতভাবে আমি সব সময় যে পারফরম্যান্স করি তার চেয়ে ভালো ক্রিকেট খেলতে চাই।’