ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের খেলাকে সামনে রেখে ২৬ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেছে নতুন কোচ কার্লো আনচেলত্তি।
দলে ডাক পাননি তারকা ফুটবলার নেইমার। নেইমারের সঙ্গে দল থেকে বাদ পরেছেন রদ্রিগো। তবে আরেক সাবেক রিয়াল তারকা ক্যাসেমিরোকে ফেরানো হয়েছে স্কোয়াডে। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার প্রায় এক বছর পর ফিরলেন জাতীয় দলে।
এছাড়া, মূলত তরুনদের উপর আস্থা রেখেই নতুন দল গড়া হয়েছে। লিও ওস্তিজ, ভ্যান্ডারসনদের পাশাপাশি মিডফিল্ডের প্রায় প্রত্যেকেই তরুণ মুখ। স্ট্রাইকিং জোনেও মার্তিনেলি, কুনিয়াদের রেখেছেন কোচ।
আগামী ৬ জুন ইকুয়েডর ও ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।