মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট হারানোর পর আগের ম্যাচে বড় হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় দলটি। যা ছিল সব ধরনের প্রতিযোগিত মিলিয়ে ৩৬ ম্যাচ পর মাদ্রিদের হার। কঠিন সপ্তাহ অবশ্য দাপুটে জয়ে পেছনে ফেলেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
লা লিগায় শনিবার রাতে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে মাদ্রিদ।প্রথমার্ধে ফেদে ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে লস ব্লাঙ্কোদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র।
এই জয়ে পয়েন্টের দিক দিয়ে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে থাকা রিয়াল অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে।
ঘরের মাঠে বলের দখলে এগিয়ে থাকা রিয়াল পুরো ম্যাচে ১১টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখতে পেরেছে। তবে তাতেই শতভাগ সাফল্য পেয়েছে তারা।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতেই মাদ্রিদকে এগিয়ে নেন ফেদে ভালবার্দে। ১৪ মিনিটে তার করা গোলে লিড নেয় লস ব্লাংকোরা। লুকা মদ্রিচের ক্রস থেকে পাওয়া বল জালে জড়ান তিনি। প্রথমার্ধে আরও কয়েকটি আক্রমণ করলেও শেষ পর্যন্ত একটি গোল নিয়েই বিরতিতে যায় মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে আনচেলেত্তির দল। তবে, ভাঙতে পারেনি ভিয়ারিয়ালের গোল মুখ। অবশেষে ৭৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। দুরপাল্লার জোরালো শটে বল জালে জড়ান তিনি। মাদ্রিদ পায় দুই গোলের লিড।
২-০ গোলে জেতা ম্যাচটিতে শেষ দিকে চোটে পড়েন দানি কার্ভাহাল। অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাচের শেষ দিকে একটি বল ক্লিয়ার করতে গিয়ে পায়ে আঘাত পান। পরে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। ম্যাচের পর মাদ্রিদ কোচ আনচেলত্তি জানান, কার্ভাহালের সঙ্গে যা হয়েছে, তা নিয়ে ড্রেসিংরুমে সবাই চিন্তিত। জয়ের আনন্দটা নেই।
এ জয়ে ৯ ম্যাচে ছয়টি জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট মাদ্রিদের। তারা ছুঁয়েছে সমান ২১ পয়েন্ট পেয়ে শীর্ষে থাকা বার্সেলোনাকে। বার্সা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।