রেকর্ড কোপা আমেরিকার শিরোপা জয়ের আনন্দ উল্লাস কাটতে না কাটতেই বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিক অনুর্ধ-২৩ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ২-২ গোলে ড্র করেছে তারা। ফ্রান্সের সেইন্ট-এতিয়েনের স্তাদে জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে থেকেও জয় তুলে নিতে পারেনি মরক্কো।
অন্যদিকে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুন ফুটবল খেলে পরাজয় এড়িয়েছে আর্জেন্টিনা। অলিম্পিকে বয়সভিত্তিক দল খেললেও তিনজন বেশি বয়সী ফুটবলারের খেলার সুযোগ রয়েছে। তাতেই প্যারিস অলিম্পিকের আর্জেন্টিনা স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিন বিশ্বচ্যাম্পিয়ন আলভারেজ, ওতামেন্দি ও রুল্লি। এই তিনজন ছাড়াও স্কোয়াডে আছেন আরেক বিশ্ব চ্যাম্পিয়ন থিয়াগো আলমাদা। এদের নিয়ে শুরু থেকেই পরিকল্পিত ফুটবল খেলে আর্জেন্টিনা। বলের দখলেও এগিয়ে ছিলো হাভিয়ার মাশ্চেরানোর দল।
মরক্কো আগে গোল আদায় করে নিলেও এগিয়ে যাওয়ার সুযোগ প্রথম পেয়েছিলো আর্জেন্টিনা। দলের ফরোয়ার্ডদের ব্যর্থতায় সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পেয়ে যায় মরক্কো। বাম প্রান্ত দিয়ে ডি বক্সে বিলাল খাননুসের পাস থেকে সৌফিয়ানি রাহিমি জোড়ালো শটে বল জালে পাঠান।
একগোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে খেলা গুছিয়ে নেয়ার আগেই আবারো গোল হজম করে আলবিসেলেস্তেরা। ৪৯ মিনিটে ডি বক্সে লিয়াস আকোমাচকে ফাউল করলে পেনাল্টি পায় মরেক্কো। স্পট কিকে দারুন এক গোল করে দলকে ২-০ তে লিড এনে দেন সৌফিয়ানি রাহিমি। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি আর্জেন্টিনা। গোল শোধে একের পর এক আক্রমন শানায় তারা। ৬৮ মিনিটে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ডি বক্সের ভেতর থেকে জুলিও সিজারের ক্রসে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান গুইলিয়ানো সিমিওনি।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়ে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আলমাদা-আলভারেজরা। ৮২ মিনিটে সহজ সুযোগ নস্ট করে আর্জেন্টিনা। জ্যাকুইন গার্সিয়া মরক্কোর গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেনি।
তার শট বারের ওপর দিয়ে চলে যায়। আর্জেন্টিনাকে আটকে রেখে জয়ের অপেক্ষায় থাকা মরক্কোকে হতাশায় ডোবান ক্রিস্টিয়ান মেদিনা। খেলা শেষের ইনজুরি সময়ের ১৬ মিনিটে সংঘবদ্ধ আক্রমন থেকে আর্জেন্টিনার পরাজয় ঠেকান এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত মরক্কোর সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে মাশ্চেরানোর দল। শনিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা।