বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সময়টা দুর্দান্ত কাটছিল। কোপা আমেরিকা, বিশ্বকাপ এবং কোপা আমেরিকাজয়ী দলটা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও রীতিমতো উড়ছিল। তবে সর্বশেষ দুই ম্যাচে ভিন্ন চেহারায় দেখা যায় আলবিসেলেস্তেদের। কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারের পর ভেনেজুয়েলার সঙ্গেও ১-১ গোলে ড্র করে লিওনেল স্কালোনির দল।
তবে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর এবার জয়ে ফিরতে মরিয়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যেই আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের ৪৫ মিনিট পর মাঠে নামবে ব্রাজিলও। আগের ম্যাচেই জয়ে ফেরা সেলেসাওদের প্রতিপক্ষ পেরু।
আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে বলিভিয়াকে আতিথ্য দিবে লিওনেল স্কালোনির দল। বাছাইপর্বের দশম রাউন্ডের এই ম্যাচের আগে বেশ সতর্ক বিশ্ব চ্যাম্পিয়নরা। সেজন্য এজেইজায় অবস্থিত লিওনেল আন্দ্রেস মেসি স্টেডিয়ামে অনুশীলন সেশন শেষ করেছে। সেখানে সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে কাজ করেছেন। তিনি দলের মূল ডিফেন্ডার কুটি রোমেরোকে আবারও দলে ফিরিয়েছন সেইসঙ্গে ইনজুরিতে থাকা আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে যা আরও কিছু পরিবর্তনের ইঙ্গিত। টটেনহ্যাম ডিফেন্ডার কুটি রোমেরো হলুদ কার্ড পাওয়ার কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফিরেছেন।
নিকোলাস ওটামেন্ডির পরিবর্তে লিসান্দ্রো মার্টিনেজও দলে আসতে পারেন। হালকা চোটের কারণে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেননি লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে অনুশীলনে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। ফরোয়ার্ড লাইনেও কিছু পরিবর্তন হতে পারে। লাউতারো মার্টিনেজকে জুলিয়ান আলভারেজের পরিবর্তে মাঠে নামানো হতে পারে। যথারীতি এই ম্যাচেও বাড়তি আকর্ষণ থাকবে চোট কাটিয়ে আগের ম্যাচেই দলে ফেরা লিওনেল মেসির ওপর।
এদিকে, আগের ম্যাচেই জয়ে ফেরা ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে চিলির বিপক্ষে ইগর জেসুস আর লুইজ হেনরিকের গোলে জয়ে ফিরে সেলেসাওরা। সেইসঙ্গে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে আসে ডোরিভাল জুনিয়রের দল। পেরুর বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাইপর্বে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার ওপরে অবস্থান করছে আর্জেন্টিনা। যেখানে সমান ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল। দুই আর তিনে থাকা কলম্বিয়া এবং উরুগুয়ের পয়েন্ট যথাক্রমে ১৬ এবং ১৫।