চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শাকিব খান ও শাহরিয়ার নাজিম জয়কে জড়িয়ে নানা বিষয়ে ক’দিন হল আলোচনায় তিনি। এই তিন তারকাকে নিয়ে জলঘোলাও হয়েছে। এসেছে কিছু ভুয়া সংবাদও। এসব বিষয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে মিষ্টি জানিয়েছেন, প্রয়োজনে এসব নিয়ে আইনি ব্যবস্থা নেবো।
সম্প্রতি এক ভিডিওতে উপস্থাপক ও অভিনেতা জয় বলেন, ভাইরাল হওয়ার জন্যই শাকিব খানকে নিয়ে কথা বলছেন মিষ্টি। সেই ভিডিওতে মিষ্টিকে ‘ওই মেয়ে’ সম্বোধন করেন জয়। তাতেই খেপে যান মিষ্টি। নায়িকা জানান, সিনিয়র না হলে উপস্থাপক ও অভিনেতা জয়কে ‘থাপড়াতেন’ তিনি। এমন মন্তব্যের পর সমালোচনার মুখে পড়েন মিষ্টি। গতকাল সংবাদ সম্মেলনে মিষ্টি জানান, জয়ের বিরুদ্ধে শিল্পী সমিতি ও অভিনয় শিল্পী সংঘে অভিযোগ দিয়েছেন তিনি। প্রয়োজন হলে নেবেন আইনি ব্যবস্থা।
মিষ্টি জান্নাত বলেন, ‘জয় ভাইয়ের বাজে আচরণ নতুন কিছু নয়। ২০২০ সালে প্রথম জয় ভাইয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সে সময় তিনি আমাকে প্রচণ্ড অপমান করে কথা বলেছিলেন। তখনই আমি তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলাম। তিনি প্রত্যেক শিল্পীকে নিয়ে বাজে বাজে কথা বলেন। মুরাদকে বলেন টাকলা মুরাদ, ইকবালকেও বলেন টাকলা ইকবাল। ডিপজল ভাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন; ওমর সানী ও মৌসুমী আপু তাঁকে মারতে গিয়েছিলেন, বাপ্পী একবার তাঁকে বেয়াদব বলেছিল। অপু বিশ্বাস দিদি ও পরীমণিও তাঁর বিরুদ্ধে কথা বলেছেন। তিনি যেভাবে কথা বলেন, সেটাই তো ভালো না। কাউকে অপমান করে কথা বলতে পারেন না উনি।
শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠান প্রত্যেক শিল্পীর বয়কট করা উচিত। ইতিমধ্যে এ বিষয়ে সিনিয়র শিল্পীদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের পরামর্শেই জয় ভাইয়ের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতি ও অভিনয় শিল্পী সংঘে চিঠি দিয়েছি। আমি চাই, জয় ভাই এখানেই যেন থেমে যান। তিনি যদি চুপ না হন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’
শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘বিয়ের বিষয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আমি কোথাও বলিনি যে আমি শাকিব ভাইকে বিয়ে করতে চাই। বিয়ের বিষয়টি আমার পরিবার দেখবেন। শাকিব ভাইয়ের সঙ্গে আমার কয়েকটি সিনেমার কথা চলছে। তারই মধ্যে লোকজন আমার বিরুদ্ধে কুৎস রটানোর চেষ্টা করছে। অনেকেই আবার বলছে। আমার সঙ্গে শাকিব ভাইয়ের বিয়েও হয়ে গেছে। কিন্তু এ সমস্ত সংবাদ একেবারেই মিথ্যা। আমার এখনো বিয়েই হয়নি।’
তিনি বলেন, ‘কিছু নায়িকা, মডেল ও প্রমোটাররা সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। না জেনেই আমার বিরুদ্ধে নানা কথা ছড়াচ্ছেন। সেই আইডিগুলো চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। আইনজীবীদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ করব।’
মিষ্টি জান্নাত বলেন, ‘আমি শিক্ষিতি পরিবারে বেড়ে ওঠা একটি মেয়ে। ক’দিন মিথ্যা কিছু কন্টেন্টের কারণে পরিবারের কাছে আমি লজ্জায় পরে গেছি। এছাড়া কিছু মানুষ কয়েক জায়গা থেকে ভিডিও ক্লিপ কেটে বাজে কন্টেন্ট বানাচ্ছে। এটার বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’