ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা ও এর আরোহী মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী খোশবাজার মাদ্রাসার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার খুলিশাকুড়ি পোস্ট অফিসপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (৫২) ও তাঁর মেয়ে রুবাইয়া খাতুন (১৫)। রুবাইয়া পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। আর আশরাফুল ইসলাম ছিলেন ডিজেলচালিত থ্রি-হুইলারের (স্থানীয়ভাবে পাগলু নামে পরিচিত) চালক।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে রুবাইয়াকে তাঁর বিদ্যালয়ে পৌঁছে দিতে ডিজেলচালিত থ্রি-হুইলারে দিকে যাচ্ছিলেন আশরাফুল। ভূল্লী খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস নামের একটি যাত্রীবাহী বাস থ্রি-হুইলারটির পেছনে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। এ সময় তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতালটির চিকিৎসক রকিবুল আলম বলেন, হাসপাতালে আনার আগেই রুবাইয়ার মৃত্যু হয়েছিল।
এদিকে বাসটি জব্দ করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে জানান ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।