কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে স্পোর্টিং কানসাস সিটির বিরুদ্ধে জয় পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। গত বুধবার রাতের (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) সেই ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজানোর পরপরই লিওনেল মেসির কাছে অটোগ্রাফের জন্য ছুটে যান রেফারি মার্কো আন্তেনিও অর্টিজ নাভা।
কনকাকাফের আচরণবিধির সাথে বিষয়টি না যাওয়ায় ওই রেফারির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে কনকাকাফ।
মেসির কাছে যখন যান, তখন মনে হয়েছিল ম্যাচের স্মারক হিসেবে তার জার্সি চেয়েছিলেন আন্তেনিও। যদিও পরে স্পষ্ট হয়, রেফারি আসলে পরিবারের একজন বিশেষ চাহিদা সম্পন্ন সদস্যের জন্য অটোগ্রাফ চেয়েছিলেন, তবে এই পদক্ষেপ কনকাকাফ কর্মকর্তাদের আচরণবিধির পরিপন্থী।
বিষয়টি তদন্তের পর কনকাকাফের একজন মুখপাত্র জানায়, ‘গত রাতে স্পোর্টিং কানসাস সিটি এবং ইন্টার মিয়ামি সিএফের মধ্যে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ম্যাচের শেষ বাঁশি বাজানোর পরপরই রেফারি মার্কো আন্তোনিও অর্টিজ নাভা এবং খেলোয়াড় লিওনেল মেসির মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটি সম্পর্কে কনকাকাফ অবগত।’
‘রেফারির আচরণ ম্যাচ কর্মকর্তাদের জন্য কনফেডারেশনের যে আচরণবিধি আছে… এই ধরনের অনুরোধ সঙ্গতিপূর্ণ নয়। রেফারি তার ভুল স্বীকার করেছেন, ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং কনকাকাফ যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন তা মেনে নিয়েছেন।’
যদিও রেফারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কী হবে, তা কনকাকাফ প্রকাশ করেনি।
বুধবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডের প্রথম লেগে ইন্টার মিয়ামি ১-০ গোলে জয়লাভ করেছে। দ্বিতীয়ার্ধে গোল দেন মেসি। তীব্র ঠান্ডা ও ঝড়ের সতর্কতার কারণে খেলাটি প্রাথমিকভাবে ২৪ ঘণ্টা স্থগিত করা হয়েছিল। কানসাস সিটি জুড়ে পাঁচ থেকে সাত ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। যদিও বুধবার শহরে তুষারপাত দেখা যায়নি। তবে খেলোয়াড়দের হিমশীতল তাপমাত্রায় খেলতে হয়েছে। বিষয়টিকে ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো পরিস্থিতিকে `মানবিক নয়‘ বলে উল্লেখ করেছেন।
আগামী ২৫ ফেব্রুয়ারি স্পোটিং কেসির সঙ্গে দ্বিতীয় লিগে মুখোমুখি হবে ইন্টার মায়ামি।