যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে তাদের তথ্য ইসরায়েলের কাছে পৌছে যাচ্ছে বলে ধারণা করছে ইরান। সেকারণে হোয়াটসঅ্যাপ সরানোর নির্দেশ দেন ঐ দেশটির সরকার। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে মেটার মালিকানাধীন অ্যাপটির কর্তৃপক্ষ।
জনগণকে মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে ফেলতে অনুরোধ জানানো হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, এই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে তা ইসরায়েলে পাঠাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি এক ঘোষণায় এটি জানানো হয়। তবে এ দাবির পক্ষে তারা কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি।
এ অভিযোগের প্রতিক্রিয়ায় হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে বলেছে, ‘এ ধরনের মিথ্যা প্রতিবেদন আমাদের সেবা বন্ধের এক অজুহাত ছাড়া আর কিছুই নয়। আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করি না। সেই সাথে কে কাকে বার্তা দিচ্ছেন আমরা তা লিপিবদ্ধ করি না এবং কেউ কার সঙ্গে কী বার্তা বিনিময় করছেন, তা–ও নজরদারি করি না।’
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। তাই নবার্তা পাঠানোর প্রক্রিয়ায় মাঝখানে থাকা কোনো পক্ষের পক্ষে তা পড়া সম্ভব নয় বলে দাবি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের।