যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছে। পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারণা চলাকালীন এই হামলায় আহত হয়েছেন ট্রাম্প। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্বৃত্তকে রাইফেল নিয়ে ছাদে উঠতে দেখেছিলেন তিনি।
শনিবারের এই ঘটনার পর বিবিসিকে ওই ব্যক্তি বলেন, “আমরা দেখলাম লোকটি (বন্দুকধারী) হামাগুড়ি দিয়ে আমাদের ৫০ ফুট দূরের ভবনের ছাদে উঠছে। আমরা সেখানে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে লোকটাকে দেখাচ্ছিলাম… স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার হাতে রাইফেল।”
প্রত্যক্ষদর্শী জানান, ট্রাম্প বক্তব্য শুরুর করার পাঁচ থেকে সাত মিনিট পর এ দৃশ্য দেখেন তিনি। দ্রুতই পুলিশকে এ ঘটনা জানানো হয়। কিন্তু পুলিশ এ ব্যাপারে কিছুই বলতে পারেনি সে সময়ে।
এদিকে সিক্রেট সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বন্দুকধারী নিহত হয়েছেন এবং তাকে শনাক্ত করা গেছে। তিনি একজন ২০ বছর বয়সী পুরুষ, পেনসিলভেনিয়ার বাসিন্দা।
পেনসিলভেনিয়ার বাটলারে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে চালানো গুলিতে উপস্থিত অন্তত একজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন দুইজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেছেন তার ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে। সিক্রেট সার্ভিসের কর্মীরা গুলি চলার পরপরই রক্তাক্ত অবস্থায় ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। তারা দাবি করেছেন ট্রাম্প সুস্থ আছেন। চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন তিনি।
এদিকে ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ঘটনার পর ট্রাম্প নিরাপদ আছেন এতে তিনি কৃতজ্ঞ।