ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র সমালোচনা করেছে লাতিন আমেরিকার একাধিক দেশ। কোনো কোনো দেশ উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল শনিবার রাতে এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে সতর্ক করে বলেন, এটি ওই অঞ্চলে সংঘাত আরও বিস্তার করতে পারে।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল শনিবার রাতে এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে সতর্ক করে বলেন, ‘আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাই। এ ধরনের আগ্রাসন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।
তিনি আরও বলেন, এই হামলা মানবতাকে এক অপরিবর্তনীয় সংকটের দিকে ঠেলে দিচ্ছে এবং সংঘাত আরও বিস্তার করতে পারে।
আবার ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, “ইরানের বিরুদ্ধে হামলাটি সামরিক আগ্রাসন ছাড়া আর কিছুই নয়।”
অন্যদিকে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ এক্স-এ লেখেন, “আমরা শান্তি চাই এবং সেটাই প্রয়োজন।“
এবং মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “শান্তিপূর্ণ অবস্থাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত।”
এদিকে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এই সংঘাত কমাতে আলোচনা শুরু করা উচিত।”