আরব আমিরাতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত ৯টায় এ ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজ জয়ের লক্ষ্যে এ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে টাইগাররা। ব্যাটিং-বোলিং উভয় বিভাগে পরিবর্তন দেখা যেতে পারে।
সিরিজের প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমন ছাড়া বাকি ব্যাটাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ। বাঁহাতি এই ওপেনার ১০০ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তাওহীদ হৃদয়। চারে নেমে ১৫ বলে ২০ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া বাকি কোনো ব্যাটারই ২০ রানের দোরগোড়ায় পৌঁছাতে পারেননি।
প্রথম ম্যাচে সবচেয়ে বাজে ভাবে আউট হয়েছিলেন ওপেনার তানজিদ তামিম। অফ স্টাম্পের অনেক বাইরের বলকে অযাচিত খোঁচা দিয়ে আউট হয়েছেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে তামিমের জায়গায় ফিরতে পারেন সৌম্য সরকার। তাতে বোলিংয়ে বিকল্প পেতে পারে বাংলাদেশ দল।
গত ম্যাচে বোলিংয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ১৭ রান খরচায় ২ উইকেট তুলেছিলেন কাটার মাস্টার। তবে সেই ম্যাচের পরেই আইপিএল খেলতে ভারতে পাড়ি জমিয়েছেন মোস্তাফিজ। ফলে বোলিং বিভাগে নিশ্চিতভাবেই পরিবর্তন দেখা যাবে।
ফিজের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন শরিফুল ইসলাম। বাঁহাতি ফাস্ট বোলার হওয়ায় শরিফুলকে জায়গা দিতে পারে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে বসিয়ে দিতে পারে বাংলাদেশ দল। তার পরিবর্তে একাদশে ঢুকতে পারেন লেগস্পিনার রিশাদ হোসেন।