নির্মাতা রায়হান রাফী। ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’, ‘তুফান’ সিনেমাগুলো দিয়ে ঢালিউডে নিজের জাত চিনিয়েছেন। পাশাপাশি ফ্রাইডে, ৭ নম্বর ফ্লোর, টান, খাঁচার ভেতর অচিন পাখি, জানোয়ার-এর মতো ওয়েব ফিল্ম নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। তবে প্রথমবার রাফী নিয়ে আসছেন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’। এতে দেখা যাবে একসময়ের তুমুল জনপ্রিয় অ্যাকশন হিরো রুবেল। সঙ্গে আছেন এ সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। এই সিরিজের মধ্যমে প্রথমবার ওয়েব সিরিজ জগতে পা রাখতে যাচ্ছেন এই তিনি তারকা।
বঙ্গের প্রযোজনায় ৬ পর্বের ‘ব্ল্যাক মানি’ শুটিং শুরুর আগের দিন শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই সঙ্গে জানানো হয় অভিনয়শিল্পীদের নাম।
‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে অভিনয় করবেন নির্মাতা-অভিনেতা সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ব্যাচেলর পয়েন্ট খ্যাত সাইদুর রহমান পাভেল, মুকিত যাকারিয়াসহ আরও অনেকে।
শুরুতেই ‘ব্ল্যাক মানি’ সিরিজের নামকরণের বিষয়ে রাফী বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যাগুলো মধ্যে বড় সমস্যা হল ব্ল্যাক মানি। আমরা অনেকদিন ধরেই শুনছি কালো টাকা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে কাজ অনেকদিন হল কাজ করা ইচ্ছে ছিল। এর আগে আমি সিনেমা ও ওয়েব ফিল্ম বানিয়েছি কিন্তু ওয়েব সিরিজ বানাইনি।
তাই মনে হয়েছে জীবনের প্রথম ওয়েব সিরিজ এমন একটি কন্টেন্ট দিয়েই শুরু করি। এছাড়া আমি বাস্তব গল্পের ছোঁয়ায় সিনেমা বানাতে চাই বলেই এমন একটি গল্প পছন্দ করেছি। যার নাম দেখেই দর্শক কিছুটা বুঝতে পারবেন।’
অনুষ্ঠানে উপস্থিত হয়ে রুবেল বলেন, ‘রায়হান রাফী মানেই এখন অন্যকিছু। তার প্রমাণ আমরা বিগত কয়েক বছরে পেয়েছি। তিনি যখন আমাকে ফোন করে ‘ব্ল্যাক মানি’র কথা বলেছেন, আমি তার কথা ফেলতে পারিনি। এটার মধ্যমে ওয়েব সিরিজ জগতে আমার প্রবেশ ঘটতে যাচ্ছে। এখানে আমার সঙ্গে দুর্দান্ত কিছু শিল্পী কাজ করবেন। এর আগে অভিনয়ে যা অর্জন করেছি সবটুকু দিয়ে চেষ্টা করবো ভালো কিছু করার।’
একই সিনেমা দিয়ে নির্মাতা হিসেবে রায়হান রাফী, নায়িকা হিসেবে পূজা চেরির ক্যারিয়ার শুরু হয়েছে। ওয়েব সিরিজের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। পূজা জানালেন, ‘ব্ল্যাক মানি’ আমারা প্রথম সিরিজ। বলতে গেলে, রায়হান রাফী বাদে এই সিরিজে আমার সঙ্গে যারা কাজ তাদের সঙ্গেও আমার প্রথম কাজ। সেই সঙ্গে সবাই অনেক সিনিয়র শিল্পী।
কোনো কিছু না ভেবেই এই সিরিজে কাজের সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এখানে সবাই আমার অগ্রজ। তাদের থেকে আমি অনেককিছু শিখতে পারবো। আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ভালো করার। আমার বিশ্বাস, ‘ব্ল্যাক মানি’ দুর্দান্ত একটি কন্টেন্ট হতে যাচ্ছে।’
ওটিটি প্লাটফর্ম বঙ্গের প্রযোজনায় ‘হোটেল রিলাক্স’, ‘অসময়’, ‘দুঃখিত’, ‘ফিমেল ৪’ নির্মাণ হয়েছে। বলা হলে সবগুলো কন্টেন্ট হিটের তকমা পেয়েছে। সেই চ্যালেঞ্জ নিয়েই ‘ব্ল্যাক মানি’ নির্মাণ করা হচ্ছে বলে জানান বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান। তার কথায়, বঙ্গ সবসময় দশকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে কন্টেন্ট নির্মাণ করে। এখনো পর্যন্ত প্রতিটি কন্টেন্ট দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
‘ব্ল্যাক মানি’ও তার ব্যতিক্রম হবে না। আগামী ৭ অক্টোবর থেকে সৈয়দপুরে এর শুটিং শুরু হবে, নভেম্বরের শেষ এটি বঙ্গ অ্যাপে মুক্তি দেয়া হবে রাফী-রুবেল ও পূজা চেরির প্রথম ওয়েব সিরিজটি।